রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

নারীর প্রতি সহিংসতা রোধে মসজিদে মসজিদে গণবিক্ষোভ পালনের আহ্বান

দেশের চলমান গণধর্ষণ,নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা এ মহামারি বন্ধ করার দাবিতে দেশের সম্ভব মসজিদ থেকে গণবিক্ষোভ পালন করার জন্য শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ উদাত্ত আহবান জানান এবং দেশের সব মসজিদে মসজিদে নারী নির্যাতন ও নারীর প্রতি প্রতিহিংসা বন্ধ ও নারীর ন্যায্য অধিকার সংক্রান্ত ইসলামী বিধার আলোচনার জন্য ইমাম এবং খতিবদের প্রতি বিশেষ আহবান জানান।

নেতৃবৃন্ধ বলেন, নারীর প্রতি সহিংসতা আজ মহামারি আকার ধারণ করেছে। সারাদেশে চলছে গণধর্ষণ, ইভটিজিং ও নারী নির্যাতনের মহাউৎসব। নারীর প্রতি সহিংসতা সকল ধরনের বৈষম্য দূর করতে ১০ দফা  দাবি তুলে ধরেন,

১. নারীর প্রতি সহিংসতা বন্ধের সমম্বিত পদক্ষেপ নিতে হবে

২. নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সকল ধরনের অনৈতিক কর্মকা- বন্ধ করতে হবে।

৩. নারী উন্নয়ন নীতিমালা ’১০ এর কুরআন সুন্নাহ বিরোধী ধারা সমূহ বাতিল করতে হবে।

৪. নারীর মর্যাদা ও আধিকার সংরক্ষণে কুরআন-হাদিসের শিক্ষাসমূহ জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. সকল ধরনের মাদকদ্রব্য ও এর অবাধ-প্রাপ্তি বন্ধ করতে হবে।

৬. নারীর প্রতি সহিংসতা, ব্যাভিচার ও ধর্ষণ প্রতিরোধে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৭. পর্নগ্রাফি ও অশ্লীল সিরিয়ালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।

৮. নারীর অশ্লীল উপস্থাপনা ও পণ্য হিসাবে ব্যবহার বন্ধ করুন

৯. অপরাধী যে দলেরই হোক সকলের জন্য নিরপেক্ষ আইনের প্রয়োগ নিশ্চিত করুন

১০. দল মত নির্বিশেষে অপরাধমুক্ত সামাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন।   

স্বাক্ষর করেন- হাফেজ মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হজুর, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের আমীর মাওলানা আবু তাহের জিহাদী,অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি জেনারেল মাওলানা জাফরুল্লাহ খান, আইম্মাহ পরিষদ সভাপতি মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হক্কানী পীর মাশায়েখ পরিষদের মহাসচিব মাওলানা শাহ আরিফ বিল্ল¬াহ সিদ্দীকি, মীরের সরাইর পীর মাওলানা আঃ মোমেন নাছেরী, টেকের হাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি ফয়জুল হক জালালাবাদী, মুফতি মাওলনা আবদুর রহমান চৌধুরী, মাওলানা আজিজুর রহমান আজিজ, মাওলানা হাফেজ আবুল হোসাইন, মুফতি মাওলানা নাসির উদ্দীন খান, হক্কানী ত্বরীকত মিশনের আমীর আধ্যাত্মিক গুরু শাইখ নুরুল হুদা ফয়েজী, হক্কানী ত্বরীকত মিশনের জেনারেল সেক্রেটারি আল্লামা মুস্তাক ফয়েজী, ইসলামী ঐক্য মঞ্চ সভাপতি মাওলানা ইদ্রিস হোসাইন, সেক্রেটারি আবদুস সাত্তার, খাদেমুল ইসলাম জামাত আমির মাওলানা মুহিবুল্লাহ, সেক্রেটারি মাওলানা সারওয়ার হোসাইন, হুফ্ফাজ পরিষদ সভাপিত হাফেজ লেয়াকত হোসাইন ও সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান, ইসলামী অন লাইন এ্যাক্টিভিটস সভাপতি শায়খুল হাদীস মাওলানা আবদুস সামাদ ও মহাসচিব মুফতি আবু আনাস, সম্মিলিত ইসলামিক জোটের আমীর মাওলানা আবদুল বাকি, সেক্রেটারি জেনারেল মাওলানা মনিরুজ্জামান, জাতীয় ইমাম সোসাইটির মহাসচিব মুফতি জোবায়ের আহমদ কাসেমী, প্রফেসর মাওলানা মুফতি ইসহাক মাদানী, হাফেজ মুফতি মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুহাম্মদ ইখলাস উদ্দিন, মাওলানা আবু হানিফ নেছারী, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, হাফেজ ফারুক হোসাইন, মাওলানা এহতেশামুল হক, নাস্তিক-মুরতাদ প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আব্দুল ক্দ্দুুস আল কাসেমী ও মহাসচিব শাইখ আব্দুল কাউয়ূম, জাতীয় তাফসীর পরিষদ সভাপতি মাওলানা আব্দুল আখির ও মহাসচিব মাওলানা আবু দাউদ যাকারিয়া, ইসলাহুল মুসলিলিমিন সভাপতি মুফতি আবুল বাশার ও মহাসচিব মুহাদ্দিস হাসানুল ইমাম, জাতীয় মুফাসসিরিন পরিষদ সভাপতি মাওলানা বেলাল হোসাইন ও সেক্রেটারি মাওলানা নুরুল আমীন, জাতীয় ইমাম উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান ও মহাসচিব মাওলানা এবি.এম শফিকুল্লাহ, মাদরাসা মসজিদ ও খানকা ঐক্যপরিষদ সভাপতি মাওলানা রফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মাওলানা গোলাম কিবরিয়া, ইসলামী সমাজ সভাপতি মাওলানা রফিকুর রহমান আল কাশেমী ও সেক্রেটারি জেনারেল মুফতি জাকারিয়া, ইসলামের জনতা সভাপতি মুফতি আবদুল কুদ্দুস ও মহাসচিব হাফেজ আবুল কাসেম, ইসলামী সংগ্রাম পরিষদ সভাপতি শাইখ যাইনুল আবেদীন ও সেক্রেটারি মাওলানা আবদুর রহমান, তালিমুল কুরআন সোসাইটি মুফতি আবদুল হালিম, মহাসচিব মাওলানা সিজরাজুল ইসলাম, আল কুরআন ফাউন্ডেশন সভাপতি মুফতি জামাল উদ্দীন ও সেক্রেটারি মুফতি ইসহাক, জমিয়াতে উলামা দেওবন্দ পরিষদের সভাপতি হযরত মাওলানা মুহাদ্দেস আবদুল্লাহ কাসেমী ও সেক্রেটারি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি। 

 

অনলাইন আপডেট

আর্কাইভ